contact@ejonaki.com
+৮৮০১৭১২১৬৬০১৫

স্কুলের ইতিহাস

সৃষ্টি চারুকলা একাডেমী

সৃষ্টি চারুকলা একাডেমী

২০০৯ সালে "সৃষ্টি চারুকলা একাডেমী" চিত্রাঙ্কন এর মাধ্যেমে যাত্রা শুরু করি, শিশুদের সৃজনশীল দক্ষতা ও মানসিক বিকাশের লক্ষ্য নিয়ে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মাঝে সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে। আমাদের একাডেমী শুরু থেকেই শিশুরা যেন আনন্দের সাথে চারু ও কারুকলা শিখতে পারে, সেই পরিবেশ তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রথম বছরে আমরা চিত্রাঙ্কন দিয়ে শুরু করি। বর্তমানে চিত্রাঙ্কন এর পাশাপাশি ক্রাফটিং, নৃত্যকলা ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের বিভাগ সমূহের কার্যক্রম চলমান। আমাদের প্রশিক্ষণ কার্যক্রম শিশুকে প্রাথমিক স্তর থেকে ধাপে ধাপে সর্বোচ্চ দক্ষতার পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে পরিচালিত হয়। প্রতিটি শিশুর আত্মবিশ্বাস এবং কল্পনার দিগন্তকে প্রসারিত করার জন্য সৃজনশীল শিক্ষকদের একটি প্রশিক্ষিত দল নিরলস ভাবে কাজ করছে।

প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সৃষ্টি চারুকলা একাডেমী স্থানীয় ও জাতীয় পর্যায়ে চারুকলার প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন ও অংশগ্রহণ করে আসছে, যেখানে শিশুরা তাদের অর্জিত দক্ষতা প্রকাশের সুযোগ পাচ্ছে। আমাদের একাডেমী যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি এবং আধুনিক শিক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে শিশুরা যেন সহজে ও আনন্দের সাথে চারুকলা শিখতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছে।

একটি শিশুকে চারু ও কারুকলার প্রতি ভালোবাসা ও সম্মান শেখানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। "সৃষ্টি চারুকলা একাডেমী"র স্বপ্ন হল প্রতিটি শিশু যেন তাদের সৃজনশীল চিন্তা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে একজন সফল মানুষ হয়ে ওঠে।